কমাতে হলে সম্পদের ক্ষতি, বাড়াতে হবে দুর্যোগের পূর্ব প্রস্তুতি- এ স্লোগানকে সামনে রেখে সামাজিক নিরাপত্তা বেষ্টনীর আওতাভুক্ত টিআর, কাবিটা কর্মসূচির বিশেষ খাতের অর্থ গ্রামীণ দরিদ্র জনগোষ্ঠীর জীবনমান উন্নয়নে ব্যয় করা হয়।
যাদের সামান্য জমি আছে কিন্তু টেকসই গৃহ নেই, গৃহহীন অস্বচ্ছল মুক্তিযোদ্ধা, নদীভাঙনসহ বিভিন্ন প্রাকৃতিক দুর্যোগে গৃহহীন পরিবার, বিধবা, প্রতিবন্ধী ও পরিবারে উপার্জনক্ষম সদস্য নেই এমন পরিবার অথবা অসহায় বৃদ্ধ-বৃদ্ধার অনুকূলে অগ্রাধিকারমূলে ২০১৯-২০২০ অর্থবছরে ঢাকার ধামরাই উপজেলায় ১৮টি ঘর বরাদ্দ দেয় সরকার। এসব ঘর বিতরণও করা হয়েছে। কিন্তু এতে অনিয়মের অভিযোগ উঠেছে। ভাড়ারিয়া ইউনিয়নে দুইজন স্বচ্ছল ব্যক্তিই পেয়েছেন এমন দুটি ঘর।