নাইজারে জিম্মি করে রাখা এক মার্কিন নাগরিককে উদ্ধার করার ঘোষণা দিয়েছে পেন্টাগন। যুক্তরাষ্ট্রের পুলিশের বিশেষ বাহিনী অভিযান চালিয়ে তাঁকে উদ্ধার করে। এ সপ্তাহের শুরুতে নাইজারে মার্কিন ওই নাগরিককে অপহরণ করা হয়।
এএফপির খবরে জানা যায়, নাইজেরিয়া সীমান্তবর্তী একটি গ্রাম থেকে গত সোমবার ফিলিপ ওয়াল্টন নামের ওই নাগরিককে অপহরণ করা হয়। গত শনিবার নাইজেরিয়ার সীমান্তবর্তী অঞ্চলে তাঁকে আনা হয়। এরপর উদ্ধার করা হয়। ওই এলাকায় সন্ত্রাসী দলগুলোর অবস্থান রয়েছে। ধারণা করা হয়, সাহেল এলাকায় কমপক্ষে ছয়জনকে জিম্মি করে রাখা হয়েছে।