উইকেটের পেছন থেকে কিপারদের নানারকম নির্দেশনা দেওয়া ক্রিকেট ম্যাচের নিয়মিতই দৃশ্য। জিম্বাবুয়ের বিপক্ষে প্রথম ওয়ানডেতে মোহাম্মদ রিজওয়ান যথারীতি ছিলেন দারুণ সক্রিয়। কিন্তু এই ম্যাচে পাকিস্তানের কিপারকে দেখে বেশ বিরক্ত শোয়েব আখতার। সাবেক ফাস্ট বোলারের মনে হয়েছে, অধিনায়কের মতো আচরণ করেছেন রিজওয়ান।