কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের সাবেক পরিচালক এস এম কামরুজ্জামান গত ১৬ সেপ্টেম্বর বেলা দেড়টায় রাজধানীর মোহাম্মদপুরের পূবালী ব্যাংক থেকে পাঁচ লাখ টাকা তোলেন। এরপর ব্যাংক থেকে বের হয়ে তিনি ইকবাল রোড দিয়ে বাসার দিকে হেঁটে যাচ্ছিলেন। তখন হঠাৎ করে পেছন থেকে তাঁর সামনে একটি প্রাইভেটকার থামে। গাড়ি থেকে নেমে চারজন কামরুজ্জামানের সামনে আসেন। তখন তাঁদের প্রত্যেকের গায়ে ছিল পুলিশের গোয়েন্দা শাখার (ডিবি) জ্যাকেট। নিজেদের ডিবি পুলিশ পরিচয় দিয়ে মুহূর্তের মধ্যে কামরুজ্জামানকে প্রাইভেটকারে তোলেন। এরপর মারধর করে তাঁর কাছে থাকা পাঁচ লাখ টাকা ছিনিয়ে নেন। পরে কামরুজ্জামানকে ধামরাই রাস্তার পাশে ফেলে দিয়ে প্রাইভেটকারে চলে যান ডিবি পরিচয় দেওয়া চারজন।
কামরুজ্জামান পরে মোহাম্মদপুর থানায় এসে মামলা করেন। মোহাম্মদপুর থানার পুলিশের তদন্তে উঠে আসে, সংঘবদ্ধ ডাকাত-ছিনতাইকারী চক্রের সদস্যরা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের সাবেক পরিচালক কামরুজ্জামানকে ডিবি পরিচয়ে তুলে নিয়ে পাঁচ লাখ টাকা হাতিয়ে নিয়েছেন। ইতিমধ্যে চক্রের তিন সদস্যকে গ্রেপ্তার করা হয়েছে। তাঁদের মধ্যে দুজন ৫ অক্টোবর ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট (সিএমএম) আদালতে ১৬৪ ধারায় স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছেন।