যুদ্ধ বিধ্বস্ত একটা দেশ যেখানে ক্রিকেট ছিল বিলাসিতা, আজ সেদেশের ক্রিকেটাররাই বাইশ গজে দাপিয়ে বেড়াচ্ছে পৃথিবীর এক প্রান্ত থেকে অন্য প্রান্ত। যেখানে একসময় বোমাই ছিল ঘুম ভাঙার নৈমিত্তিক এলার্ম, সেখানে এখন মস্তিষ্ক জাগে উইলোর 'ঠক ঠক' শব্দে। রশিদ খান, মোহাম্মদ নবীরা এখন বিশ্ব ক্রিকেটের পরিচিত মুখ। নতুন কেউ কী আসছেন? নামটা হতে পারে নূর আহমেদ।
১৫ বছর বয়সী এই আফগান স্পিনারকে আসন্ন বিগ ব্যাশ লিগের জন্য দলে ভিড়িয়েছে মেলবোর্ন রেনেগেডস। একই দলের হয়ে খেলবেন প্রোটিয়া লেগ স্পিনার ইমরান তাহির। বাঁহাতি নূর ছিলেন গেল অনূর্ধ্ব ১৯ বিশ্বকাপে আফগানিস্তান দলের সদস্য। এই স্পিনার এখন পর্যন্ত প্রথম শ্রেণির ম্যাচ খেলেছেন মাত্র একটি। তবে আছে ১৫ টি-টোয়েন্টি খেলার অভিজ্ঞতা।