অমিত শাহের বৈঠক করতে দিল্লিতে ধনখড়ের, ফিরেই মাসব্যাপী দার্জিলিং সফর!

এইসময় (ভারত) প্রকাশিত: ২৮ অক্টোবর ২০২০, ১৯:০১

রাজ্যে ভোটের আর কয়েক মাস বাকি। তার আগেই দিল্লি সফরে গেলেন রাজ্যপাল জগদীপ ধনখড়। তাৎপর্যপূর্ণভাবে তাঁর এই সফরে অমিত শাহের সঙ্গে বৈঠক হওয়ার কথা রয়েছে। আর সেখান থেকে ফিরেই রাজ্যপালের দার্জিলিং সফরে যাওয়ার কথা রয়েছে বলে খবর। গোটা নভেম্বর মাসই রাজ্যপালের উত্তরবঙ্গে কাটানোর কথা রয়েছে। সম্প্রতি প্রকাশ্যে এসে গোর্খা জনমুক্তি মোর্চার নেতা বিমল গুরুঙ্গ ঘোষণা করেছেন, বিজেপির সঙ্গ ছেড়ে এবার মমতা বন্দ্যোপাধ্যায়কে সমর্থন করবেন তাঁরা। তৃতীয়বারের জন্যে মুখ্যমন্ত্রী হিসেবে মমতা বন্দ্যোপাধ্যায়কেই দেখতে চান তাঁরা। এই পরিস্থিতিতে অমিত শাহের সঙ্গে বৈঠক সেরে ধনখড়ের দার্জিলিং সফর নানা জল্পনার জন্ম দিচ্ছে।

এদিন নিজেই রাজ্যপাল জগদীপ ধনখড় নিজের সফরের কথা জানান। টুইটে লেখা হয়, ২৮ অক্টোবর অর্থাৎ আজই দিল্লি পাড়ির কথা তাঁর। ২৯ অক্টোবর কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের সঙ্গে বৈঠক করার কথা তাঁর তিনি। ওই বৈঠকের পরই রাজ্যপাল কী অবস্থান নেন, সেটাই এখন দেখার।
সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন

ট্রেন্ডিং

সংবাদ সূত্র

News

The Largest News Aggregator
in Bengali Language

Email: [email protected]

Follow us