জাতীয় পরিচয়পত্র (এনআইডি) সংশোধনে কঠোর নির্দেশনা দিয়েছে নির্বাচন কমিশন (ইসি)। এক্ষেত্রে বিলম্ব না করে দ্রুত সিদ্ধান্ত দেওয়ার জন্য এনআইডি অনুবিভাগকে বলা হয়েছে। তবে সিদ্ধান্ত গ্রহণে কোন সমস্যা দেখা দিলে কমিশনের অনুমোদনের জন্য পাঠানোর নির্দেশ দেওয়া হয়।
সম্প্রতি ইসি সচিবালয়ের অক্টোবর ২০২০ মাসের সমন্বয় সভায় এসব নির্দেশনা দেন ইসির সিনিয়র সচিব মো: আলমগীর।