পোল্যান্ডের প্রেসিডেন্ট আন্দ্রে দুদা (৪৮) কোভিড-১৯ এ আক্রান্ত হয়েছেন। শুক্রবার নমুনা পরীক্ষায় তাঁর করোনা শনাক্ত হয়। আজ শনিবার এক টুইট বার্তায় এ কথা জানিয়েছেন দেশটির মন্ত্রী বোয়ারে স্পিহাইস্কি।
বিবিসির প্রতিবেদনে বলা হয়, পোল্যান্ডের প্রেসিডেন্ট গত সোমবার এস্তোনিয়ায় বুলগেরিয়ার প্রেসিডেন্ট রুমেন রাদেবের সঙ্গে বৈঠক করেন। পরে প্রেসিডেন্ট রুমেনের করোনা শনাক্ত হয়। এরপরই নিজের নমুনা পরীক্ষা করান পোল্যান্ডের প্রেসিডেন্ট।