বৈকুণ্ঠপুরে উদ্ধার হওয়া বাঘকে ছাড়া হল ঝড়খালির জঙ্গলে

আনন্দবাজার (ভারত) প্রকাশিত: ০৭ অক্টোবর ২০২০, ২১:২৮

কলসের কাছে ঝড়খালির জঙ্গলে ছেড়ে দেওয়া হল দক্ষিণ ২৪ পরগনার বৈকুণ্ঠপুরে উদ্ধার হওয়া বাঘটিকে। মঙ্গলবার বিকেলে বন দফতরের পেতে রাখা খাঁচায় ধরা পড়েছিল সেটি। তাকে উদ্ধার করে ঝড়খালির বন্যপ্রাণী উদ্ধার কেন্দ্রে নিয়ে যান বন দফতরের কর্মীরা। সেখানে বাঘটির চিকিত্সা করা হয়। দক্ষিণ ২৪ পরগনার বন দফতরের এডিএফও অনুরাগ চৌধুরী জানান, বাঘটিকে সুস্থ করে বুধবার কলসের কাছে জঙ্গলে ছেড়ে দেওয়া হয়েছে।

কয়েক দিন আগে মৈপীঠের কাছে বৈকুণ্ঠপুর গ্রামে ঢুকে পড়েছিল বাঘটি। একের পর এক গবাদি পশুর উপর হামলা চালাচ্ছিল সেটি। এ নিয়ে গ্রামবাসীদের মধ্যে আতঙ্ক ছড়ায়। তাঁরা বন দফতরকে খবর দেন। বাঘটিকে ধরার জন্য দফতরের কর্মীরা খাঁচা পেতে রেখেছিলেন। মঙ্গলবার সেই খাঁচায় ধরা পড়ে বাঘটি।
সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন
ট্রেন্ডিং

সংবাদ সূত্র

News

The Largest News Aggregator
in Bengali Language

Email: [email protected]

Follow us