বাংলাদেশ জাতীয় দলের ক্রিকেটার সাকিব আল হাসান নারী ও শিশুদের প্রতি সহিংসতার বিরুদ্ধে তার দৃড় অবস্থানের কথা জানিয়েছেন। নারীদের সুরক্ষা ও অধিকার আদায়ের জন্য লড়াই করে যাওয়ার কথা বলেছেন। সবাইকে এক হওয়ার আহ্বান জানিয়েছেন।
নোয়াখালীর বেগমগঞ্জে গত ২ সেপ্টেম্বর এক নারীকে বিবস্ত্র করে পাশবিক নির্যাতন চালায় একদল যুবক। সেই নির্যাতনের ভিডিও ধারণও করে। এক মাস পরে ভিডিও সামাজিক মাধ্যমে ছেড়ে দেওয়ায় অপরাধীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি উঠেছে। সাকিবও দাঁড়ালেন আন্দোলনকারীদের পাশে।