নোয়াখালীর বেগমগঞ্জ উপজেলার একলাশপুর ইউপিতে চাঞ্চল্যকর গৃহবধূ ধর্ষণ মামলার প্রধান আসামি ও স্থানীয় দেলোয়ার বাহিনীর প্রধান দেলোয়ার হোসেনকে একটি হত্যা মামলায় তিনদিনের রিমান্ড শেষে কারাগারে পাঠানোর নির্দেশ দিয়েছে আদালত। রোববার দুপুরে নোয়াখালী চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের বিচারক মাসফিকুল হক এ আদেশ দেন।
এর আগে সকালে দেলোয়ারকে নোয়াখালী সিনিয়র চিফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে হাজির করা হয়। হত্যা মামলার তদন্তকারী কর্মকর্তা বেগমগঞ্জ থানার এসআই মোস্তাক আহম্মেদ বিষয়টি নিশ্চিত করেছেন। পুলিশ জানায়, চলতি বছর ফেব্রুয়ারি মাসে বেগমগঞ্জ উপজেলার হাজীপুর ইউপির মো. হাসানকে কুপিয়ে ও গুলি করে হত্যা করা হয়।