একদা শান্তির জনপদ বেগমগঞ্জ এখন ৫০ বাহিনীর কাছে জিম্মি
প্রকাশিত: ১৯ অক্টোবর ২০২০, ১৯:৫৫
সংঘবদ্ধ ধর্ষণ আর নারী নির্যাতনের ঘটনায় নোয়াখালীর বেগমগঞ্জ উঠে এসেছে সংবাদ শিরোনামে। নারী নির্যাতনে অভিযুক্ত দেলোয়ার বাহিনীর প্রধানসহ অন্য সদস্যদের গ্রেপ্তারের পর বেগমগঞ্জ উপজেলার ১৬টি ইউনিয়ন আর একটি পৌরসভার প্রায় ৫০টি সন্ত্রাসী বাহিনীর তথ্যও উঠে আসছে।
তবে নোয়াখালী পুলিশ ও সিভিল প্রশাসনসহ অন্যান্য গোয়েন্দা সংস্থার কাছে বেগমগঞ্জের সন্ত্রাসী বাহিনীর সঠিক কোনো পরিসংখ্যান নেই। স্থানীয় আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর দাবি বেগমগঞ্জে দুটি সন্ত্রাসী বাহিনী- সম্রাট ও সুমন বা খালাসি সুমন বাহিনী ছাড়া আর কোনো বাহিনী নেই। তবে দ্য ডেইলি স্টারের অনুসন্ধানে দেখা গেছে প্রায় সব ইউনিয়নেই ৪-৫টি সন্ত্রাসী বাহিনী ত্রাসের রাজত্ব তৈরি করেছে। অভিযোগ আছে ক্ষমতাসীন দলের রাজনৈতিক নেতাদের আশ্রয়প্রশ্রয় আর আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর ঢিলেঢালা মনোভাবের সুযোগে এসব বাহিনী দাপিয়ে বেড়ায় পুরো উপজেলায়।