বাবা-মায়ের একমাত্র ছেলে শাহনেওয়াজ শরীফ ওরফে রিফাত শরীফ। খুব সাজানো সংসার ছিল তাদের। কিন্তু এক বছর তিন মাস আগে রিফাতকে হারিয়ে সবকিছু যেন চুরমার হয়ে গেল। আর ছেলে হারানোর দিন থেকেই কান্না থামছে না মা ডেইজি বেগমের। রিফাতকে কবর দেয়া হয় বাড়ির দরজায়। প্রতিদিন সকাল-বিকেল ছেলের কবরের সামনে গিয়ে মা প্রার্থনা করেন- রিফাতকে আল্লাহ যেন জান্নাতবাসী করেন। আর খুনিরা যেন দৃষ্টান্তমূলক শাস্তি পায়। মঙ্গলবার বিকেলেও ছেলের কবরের সামনে গিয়ে কান্নায় ভেঙে পড়েন তিনি।
বরগুনার বহুল আলোচিত রিফাত শরীফ হত্যাকাণ্ডের রায় বুধবার। ২০১৯ সালের ২৬ জুন বরগুনা সরকারি কলেজের সামনে তাকে কুপিয়ে হত্যা করে তারই স্কুলজীবনের বন্ধু সাব্বির আহম্মেদ নয়ন ওরফে নয়ন বন্ড ও তার সঙ্গীরা।
রিফাতের বোন ইসরাত জাহান মৌ বলেন, ভাইয়ার খুনের মামলার রায় হবে বুধবার। মঙ্গলবার সকাল থেকেই মা কাঁদছেন। কোনোভাবেই কান্না থামানো যাচ্ছে না।