২০১৯ সালে পরপর দুটি নির্মম হত্যাকাণ্ড দেশকে নাড়িয়ে দেয়। একটি বহুল আলোচিত ফেনীর মাদরাসাছাত্রী নুসরাত জাহান রাফি হত্যা, অপরটি বরগুনার আলোচিত রিফাত শরীফ হত্যা। নিম্ন আদালতে উভয় হত্যাকাণ্ডে দায়ের করা মামলার রায় হয়েছে। কিন্তু উচ্চ আদালতে গিয়ে মামলা দুটি ঝুলে আছে। কাঙ্ক্ষিত বিচারের আশায় বাদী-বিবাদীপক্ষ এখনও পথ চেয়ে বসে আছে।
উচ্চ আদালত সংশ্লিষ্ট সূত্র জানায়, আলোচিত নুসরাত হত্যা মামলার আপিল শুনানির জন্য পেপারবুক প্রস্তুত করে অনেক আগেই বেঞ্চ নির্ধারণ করে দিয়েছেন প্রধান বিচারপতি। অভিযোগ আছে, আলোচিত এ মামলার আপিল দ্রুত শুনানি করতে রাষ্ট্রপক্ষের তেমন উদ্যোগ নেই। অন্যদিকে, এক বছর আগে রিফাত শরীফ হত্যা মামলার ডেথ রেফারেন্স ও নথি হাইকোর্টে এলেও তা সংশ্লিষ্ট দফতরেই পড়ে আছে। আলোচিত এ মামলার পেপারবুক প্রস্তুতের উদ্যোগ এখনও নেওয়া হয়নি।