বাড়ছে করোনা, লাচুং-লাচেন বেড়ানোয় তাই আপাতত দাঁড়ি
প্রকাশিত: ২৬ সেপ্টেম্বর ২০২০, ১০:০২
দার্জিলিং, ডুয়ার্স যখন ধীরে ধীরে পর্যটকদের জন্য দরজা খুলছে, তখন নতুন করে আঁধার ঘনালো সিকিমের পর্যটনে। শুক্রবার উত্তর সিকিমের স্থানীয় বাসিন্দাদের গ্রাম পঞ্চায়েত লাচুং ডোমসা সিদ্ধান্ত নিয়েছে, ৩০ নভেম্বর পর্যন্ত লাচুংয়ে পর্যটকদের বেড়ানোর উপরে নিষেধাজ্ঞা জারি থাকবে। সিকিমের উত্তরাংশের গ্রামগুলিতে যে কোনও গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত রাজ্য সরকার নয়, সেখানকার গ্রাম পঞ্চায়েতগুলিই নেয়। তাঁদের সিদ্ধান্তই চূড়ান্ত। লাচুং ডোমসার এমন সিদ্ধান্তে হতাশ উত্তরবঙ্গের পর্যটন ব্যবসায়ীরা। উত্তরবঙ্গে পর্যটকদের কাছে অন্যতম আকর্ষণ লাচুং ও লাচেন। কেবল বরফে ঘেরা হিমালয়ই নয়, এখানকার নির্মল প্রকৃতি, কৃত্রিম লেক, সবই পর্যটকদের মুগ্ধ করে। ফলে সিকিম বেড়াতে এসে উত্তর সিকিমে না-যাওয়া কিংবা দার্জিলিং ঘুরেই ফিরে যাওয়া সচরাচর ঘটে না। হিমালয়ান হসপিটালিটি অ্যান্ড ট্রাভেল ডেভলপমেন্ট নেটওয়ার্কের সাধারণ সম্পাদক সম্রাট সান্যাল বলেন, 'লাচুং ডোমসার সিদ্ধান্ত হতাশাজনক। তবে এখনই হাল ছেড়ে দিতে চাই না। সিকিমের মুখ্যমন্ত্রীর সঙ্গে দেখা করতে চেয়ে আমরা সময়ে চেয়েছি। বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কেও সমস্যার কথা জানাতে চাই। তিনি হস্তক্ষেপ করতে একটা রাস্তা ঠিকই বের হবে।'