ভারতে সম্প্রতি যে আন্দোলনগুলো বড় আকার ধারণ করেছিল, তার মধ্যে অন্যতম নাগরিকত্ব সংশোধনী আইন (সিএএ)-বিরোধী বিক্ষোভ। ২০১৯ সালের ১১ ডিসেম্বর ভারতের পার্লামেন্টে এই আইন পাস হয়। এরপর দেশজুড়ে শুরু হয় বিক্ষোভ। কিন্তু রাজধানী নয়াদিল্লির শাহিনবাগের বিক্ষোভ সবার দৃষ্টি কেড়েছিল। এই বিক্ষোভের নেতৃত্বে ছিলেন নারীরা। এই নারীদের মধ্যে বয়স্ক কয়েকজন নারী ছিলেন আলোচনার কেন্দ্র। তেমনি একজন নারী এবার টাইম ম্যাগাজিনের ১০০ প্রভাবশালীর তালিকায় স্থান পেয়েছেন। ৮২ বছর বয়সী এই নারীর নাম বিলকিস।
কাতারভিত্তিক গণমাধ্যম আল-জাজিরার খবরে বলা হয়েছে, প্রভাবশালীর তালিকায় ‘আইকন’ ক্যাটাগরিতে স্থান পেয়েছেন বিলকিস। ভারতের গণমাধ্যম এনডিটিভির খবরে বলা হয়েছে, টাইম-এর ২০২০ সালের প্রভাবশালীর তালিকায় স্থান পেয়েছেন শাহিনবাগের এই ‘দাদি’।