জানুয়ারিতেই কার্যকর হচ্ছে ভারতের বিতর্কিত নাগরিকত্ব আইন

ঢাকা টাইমস প্রকাশিত: ০৬ ডিসেম্বর ২০২০, ১৫:৩৩

নাগরিকদের বিক্ষোভ ও মানবাধিকার সংস্থাগুলোর আপত্তি সত্ত্বেও আগামী জানুয়ারিতে কার্যকর হতে যাচ্ছে ভারতের বিতর্কিত নাগরিকত্ব আইন। আফগানিস্তান, পাকিস্তান ও বাংলাদেশ থেকে ভারতে আসা অমুসলিম শরণার্থীদের আশ্রয় দিতে দ্রুতই এই বিল কার্যকরের সম্ভাবনার কথা জানিয়েছেন ক্ষমতাসীন বিজেপির সাধারণ সম্পাদক কৈলাশ বিজয়বর্গিয়া। শনিবার সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি বলেন, ‘সিএএ-র অধীনে শরণার্থীদের নাগরিকত্ব দেওয়ার প্রক্রিয়াটি আগামী বছরের জানুয়ারি থেকে শুরু হতে পারে। এ বিষয়ে আমরা আশাবাদী। প্রতিবেশী দেশগুলি থেকে ভারতে আসা নিগৃহীত শরণার্থীদের নাগরিকত্ব দেওয়ার মহৎ উদ্দেশ্যই বিল পাশ করে কেন্দ্রীয় সরকার।’

নাগরিকত্ব সংশোধনী আইন- সিএএ তে আফগানিস্তান, পাকিস্তান ও বাংলাদেশ থেকে ২০১৫ সালের আগে আসা অমুসলিম শরণার্থীদের নাগরিকত্ব দেওয়ার কথা বলা হয়েছে। তুমুল সমালোচনা আর সহিংস বিক্ষোভের মধ্যেই ২০১৯ সালের ১১ ডিসেম্বর ভারতের পার্লামেন্টে পাস হয় দেশটির বহুল বিতর্কিত নাগরিকত্ব সংশোধনী বিল। যেখানে ২০১৯ সালের নাগরিকত্ব সংশোধনী আইনের সাব-সেকশন (২) এবং সেকশন (১) অনুযায়ী সরকার ঘোষণা করেছে, ২০২০ সালের ১০ জানুয়ারি থেকে এই আইন কার্যকর হবে।
সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন
ঘটনা প্রবাহ

সংবাদ সূত্র

News

The Largest News Aggregator
in Bengali Language

Email: [email protected]

Follow us