ঘোড়া ডিঙিয়ে ঘাস খেতে নেই, সেটি মনে হয় ভুলে গিয়েছিলেন মিসবাহ-উল-হক, আজহার আলীরা। তা করতে গিয়েই যে এখন পাকিস্তান ক্রিকেট বোর্ডের (পিসিবি) রোষানলে পড়তে যাচ্ছেন তাঁরা! দুজনকে আগামী সপ্তাহে সভায় ডেকেছেন পিসিবি চেয়ারম্যান এহসান মানি।
মিসবাহ পাকিস্তানের প্রধান কোচ ও প্রধান নির্বাচক। আজহার পাকিস্তানের টেস্ট দলের অধিনায়ক। গতকাল তাঁরা দুজন এবং মোহাম্মদ হাফিজ গিয়েছিলেন পাকিস্তানের প্রধানমন্ত্রী ও পিসিবির পৃষ্ঠপোষক ইমরান খানের কাছে। উদ্দেশ্য, পাকিস্তানের বর্তমান ঘরোয়া ক্রিকেট কাঠামো তাঁদের পছন্দ নয়, অনেক খেলোয়াড়দেরই আর্থিক জটিলতায় ফেলে দেওয়া এই কাঠামো নিয়ে ইমরানের সঙ্গে কথা বলা। গত বছর থেকে চালু হওয়া নতুন এই কাঠামো অবশ্য ইমরানেরই প্রস্তাবিত।