প্লে স্টোর থেকে পেটিএম অ্যাপ সরল, জুয়া নিয়ে নীতি প্রকাশ গুগলের
প্রকাশিত: ১৮ সেপ্টেম্বর ২০২০, ১৭:৫৯
আপাতত পেটিএম অ্যাপ গুগল প্লে থেকে ডাউনলোড করা যাবে না। একই সঙ্গে পেটিএম ফার্স্ট গেম ফ্যান্টাসি অ্যাপটিও প্লে স্টোর থেকে সরিয়ে দিল গুগল। তবে এখনও পেটিএম ফর বিজনেস, পেটিএম মল, পেটিএম মানি-সহ সংস্থার আরও কিছু অ্যাপ গুগল প্লে স্টোরে রয়েছে। পেটিএম-এর পক্ষে জানানো হয়েছে, সাময়িকভাবে গুগল প্লে স্টোর থেকে তাদের অ্যাপ ডাউনলোড বা আপডেট করা যাবে না। তবে খুব শীঘ্রই সব স্বাভাবিক হয়ে যাবে বলে দাবি পেটিএম-এর।
গুগল প্লে স্টোর থেকে এখন পেটিএম অ্যাপ ডাউনলোড করতে গেলে ‘এরর’ দেখাচ্ছে। বলা হচ্ছে, এই মুহূর্তে সার্ভারে এই ইউআরএল পাওয়া যাচ্ছে না। এর অর্থ— অ্যানড্রয়েড ব্যবহারকারীরা আপাতত পেটিএম অ্যাপ ডাউনলোড করতে পারবেন না।