বর্ণবৈষম্যের প্রতিবাদ নিয়ে ভাবা উচিত: ল্যাঙ্গার

ঢাকা টাইমস প্রকাশিত: ১৬ সেপ্টেম্বর ২০২০, ০৮:৫৯

অস্ট্রেলিয়ার কোচ জাস্টিন ল‌্যাঙ্গারের আক্ষেপ, ‘ব্ল্যাক লাইভস ম্যাটার’ আন্দোলনের সমর্থনে হাঁটু মুড়ে প্রতিবাদ জানানো নিয়ে দলে যথেষ্ট আলোচনা হয়নি। জুলাইয়ে তিন টেস্টের সিরিজের প্রতি ম্যাচের আগে ইংল্যান্ড ও ওয়েস্ট ইন্ডিজের ক্রিকেটারেরা হাঁটু মুড়ে প্রতিবাদ জানিয়েছিলেন বর্ণবৈষম্যের বিরুদ্ধে। কিন্তু চলতি ইংল্যান্ড-অস্ট্রেলিয়া সিরিজে সে রকম হয়নি। যার কড়া সমালোচনা করেছিলেন প্রাক্তন ওয়েস্ট ইন্ডিজ ক্রিকেটার মাইকেল হোল্ডিং।

অস্ট্রেলিয়ার অধিনায়ক অ্যারন ফিঞ্চ এ বিষয়ে বলেছিলেন, তার দল হাঁটু মুড়ে বসার বিরুদ্ধে সিদ্ধান্ত নিয়েছিল। ইংল্যান্ডের অধিনায়ক অইন মর্গ্যানের সঙ্গেও কথা হয়েছে এ নিয়ে বলে দাবি করেছিলেন তিনি। তার মত ছিল, প্রতিবাদের থেকেও বেশি জরুরি হল, এই বিষয়ে আরও সচেতনতা বাড়ানো। ল্যাঙ্গার বলেছেন, ‘সত্যি কথা বলতে, হাঁটু মুড়ে বসা নিয়ে আমরা প্রথম ম্যাচের আগে আরও আলোচনা করতে পারতাম। এ নিয়ে অনেক কিছু শুনছি। হয়তো আমাদের আরও ভাবা উচিত ছিল।’ হোল্ডিংকে নিয়ে তার মন্তব্য, ‘এমনটা মনে হতে পারে আমরা যথেষ্ট সম্মান দেখায়নি এ ব্যাপারে। কিন্তু এটা দলের উদ্দেশ্য ছিল না। আমরা এই আন্দোলন সম্পর্কে সবাই অবহিত। যখন মাইকি (হোল্ডিং) কিছু বলছে, নিশ্চয়ই তার গুরুত্ব রয়েছে।’
সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন

আবারও সেঞ্চুরি! ইতিহাসে নাম লেখালেন উসমান খাজা!

কালের কণ্ঠ | সিডনি ক্রিকেট গ্রাউন্ড
২ বছর, ১০ মাস আগে

ট্রেন্ডিং

সংবাদ সূত্র

News

The Largest News Aggregator
in Bengali Language

Email: [email protected]

Follow us