করোনায় ৮ মাস অচলাবস্থা, হতাশায় দুবাইয়ের কার্গো ব্যবসায়ীরা

সমকাল প্রকাশিত: ১৫ সেপ্টেম্বর ২০২০, ২০:১৬

বৈশ্বিক মহামারি করোনায় দীর্ঘ আট মাস শুয়ে-বসে দিন পার করছেন দুবাইয়ের কার্গো ব্যবসায়ীরা। আকাশ ও নৌ পথে নিয়মিত যোগাযোগ বন্ধ থাকায় অচলাবস্থা বিরাজ করছে এই সেক্টরে। অনেকের ব্যবসা বন্ধ হয়ে করে দেয়ারও উপক্রম হয়েছে। বকেয়া পড়ে গেছে শ্রমিকের বেতন। কোনও কোনও মালিক পক্ষ ব্যবসায়িক মন্দার অজুহাতে ছুটি দিয়ে দিয়েছে শ্রমিকদের। তবে চলতি সপ্তাহ থেকে কিছু কিছু কার্গো প্রতিষ্ঠান পুনরায় কাজ শুরু করেছে।

সরেজমিনে দেখা গেছে, শুধুমাত্র দুবাইয়ের পুরাতন বাজার দেরাতে প্রায় তিনশতাধিক কার্গো প্রতিষ্ঠান রয়েছে। প্রত্যেক প্রতিষ্ঠানে নূন্যতম ৫জন করে কর্মচারী কাজ করে। যাদের অধিকাংশই পরিবারের একমাত্র উপার্জনক্ষম ব্যক্তি। করোনার প্রভাবে ফেব্রুয়ারি থেকেই কার্গো ব্যবসা বন্ধ থাকায় সেখানকার প্রায় দেড়-দুই হাজার প্রবাসীর আয়ের পথও বন্ধ হয়ে যায়। শুধু দেরা দুবাই নয়, এই ব্যবসার সঙ্গে জড়িত রয়েছে সংযুক্ত আরব আমিরাতের আবুধাবি, দুবাই, শারজা, আজমান, ফুজাইরাহ, রাস আল খাইমা, উম্ম আল কোয়েনসহ বিভিন্ন প্রদেশে বসবাসরত কয়েক হাজার প্রবাসী বাংলাদেশি।
সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন
ঘটনা প্রবাহ

সংবাদ সূত্র

News

The Largest News Aggregator
in Bengali Language

Email: [email protected]

Follow us