বাংলাদেশের কক্সবাজারের উখিয়া ও টেকনাফে আশ্রিত প্রায় ১১ লাখ রোহিঙ্গা ভাসানচরে নয় স্বদেশে ফিরতে চায়। তাদের দাবী তারা পাহাড়ে বসবাসে অভ্যস্ত। ভাসানচরে পরিবেশগত কারনে তাদের জন্য বসবাস করা ঝুঁকিপূর্ণ। যদিও ইতোমধ্যে ভাসানচরে গুচ্ছঘর, স্কুল মাদ্রাসা মসজিদ ও রাস্তাঘাটসহ সব নির্মাণ করা হয়েছে। কিন্তু‘ তারা বলছে আমরা ভাসানচরে যেতে চায় না, স্বদেশে ফিরে যেতে চায়। একটি সূত্র জানিয়েছে, রোহিঙ্গা শিবিরগুলোতে একাধিক গ্রুপ রয়েছে। ওই গ্রুপের সিদ্ধান্ত ছাড়া সাধারণ রোহিঙ্গারা কিছুই করতে পারে না। ভাসানচরে যাওয়া পরিদর্শনকারীদের মধ্যে তাদেরকে গুরুত্ব দেয়া হয়নিও অভিযোগ তুলেছে একটি পক্ষ। এ নিয়ে রোহিঙ্গা ক্যাম্পে দফায় দফায় বৈঠকও চলছে বলে সূত্রটি দাবী করেছে।