মিজোরামের মুখ্যমন্ত্রী লালদুহোমার এক বক্তব্য ঘিরে হঠাৎ আলোচনা শুরু হয়েছে ভারতীয় সংবাদ মাধ্যম ও সামাজিক যোগাযোগ মাধ্যমে।
মাস দুই আগে যুক্তরাষ্ট্র সফরে ওই বক্তব্য দিলেও সম্প্রতি ভারতের স্থানীয় একটি সংবাদমাধ্যমে সেটি প্রচারের পর থেকে বিতর্ক ও সমালোচনা চলছে।
ইন্ডিয়ান এক্সপ্রেস জানিয়েছে, গত সেপ্টেম্বরের শুরুর দিকে যুক্তরাষ্ট্রের দুটি জায়গায় লালদুহোমা ভারত, মিয়ানমার আর বাংলাদেশে ছড়িয়ে থাকা চিন-জো-কুকি জনগোষ্ঠীর ঐক্যের ডাক দিয়ে বক্তব্য দেন। সেটির কিছু অংশ গোয়া ক্রনিকলে প্রচারের পর থেকেই আলোচনা হচ্ছে। সামাজিক যোগাযোগ মাধ্যমে লালদুহোমার বিরুদ্ধে ‘বিচ্ছিন্নতাবাদী এজেন্ডা’ ছাড়ানোর অভিযোগ তুলেছেন অনেকে।