India-China standoff: লাদাখে উত্তেজনা বাড়ছে, 'সতর্ক' করতে দু'পক্ষই গুলি ছুড়ল

এইসময় (ভারত) প্রকাশিত: ০৮ সেপ্টেম্বর ২০২০, ০৬:৪২

সামরিক ও প্রাশাসনিক স্তরে একাধিকবার বৈঠকের পরেও পূর্ব লাদাখের প্রকৃত নিয়ন্ত্রণরেখায় উত্তেজনা কমার বিন্দুমাত্র লক্ষণ নেই। উলটে সংঘাত তীব্রতর হচ্ছে। ১৯৭৫ সালের পর ফের ষোষিত ভাবে ভারত-চিন সীমান্তে গুলি চলার দাবি করল দু-পক্ষই। দু-তরফেরই দাবি, সতর্ক করতেই গুলি চালাতে হয়েছে।

মস্কোয় চিনা প্রতিরক্ষামন্ত্রীর সঙ্গে রাজনাথ সিং বৈঠকে বসতে রাজি হওয়ায়, অনেকেই আশা করেছিলেন লাদাখে যে চরম উত্তেজনাময় পরিস্থিতি বিরাজ করছে, তা কিছুটা হলেও প্রশমিত হবে। কারণ, সদর্থক মানসিকতা নিয়েই দুই প্রতিরক্ষা মন্ত্রী আলোচনার টেবিলে বসেছিলেন। কিন্তু, বৈঠকের পর বেজিংয়ে ফিরে চিনের প্রতিরক্ষামন্ত্রী যে ভাবে হুমকির সুরে বলেছেন, ভারতকে এক ইঞ্চি জমিও চিন ছাড়বে না, তাতে সংঘাত যে আরও বাড়বে, তা বলার অপেক্ষা রাখে না। কার্যক্ষেত্রে ঘটছেও তাই। পূর্ব লাদাখের প্রকৃত নিয়ন্ত্রণরেখায় উত্তেজনার পারদ চড়ছে। সেই উত্তেজনা থেকেই ভারত-চিন দু'তরফেই প্রকৃত নিয়ন্ত্রণরেখা বরাবর গুলি চালানো হয়েছে। যদিও, কেউ কাউকে বন্দুকের নিশানা করনি। ফলে, এলএসিতে সোমবার রাতে গুলি চললেও হতাহতের ঘটনা ঘটেনি। একে অপরকে সমজে দিতেই 'ওয়ার্নিং শট' করা হয়েছে বলে দু-তরফে দাবি করা হয়েছে। ভোররাতের খবর, পরিস্থিতি এখন মোটের উপর নিয়ন্ত্রণে।
সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন
ঘটনা প্রবাহ

সংবাদ সূত্র

News

The Largest News Aggregator
in Bengali Language

Email: [email protected]

Follow us