ভারতের অরুণাচলের নতুন নতুন জায়গায় বসতি স্থাপন করছে চীন। উড়িয়েছে পতাকাও। রাজ্যটিকে কখনোই নয়াদিল্লির বলে স্বীকার করে না বেইজিং। যার জেরে সেখানে নিয়ন্ত্রণ প্রতিষ্ঠা অব্যাহত রেখেছে দেশটি। এমন কি তারা ভুটান সীমান্তেও বসতি স্থাপন করে যাচ্ছে। আরও ভিডিওতে।