আওয়ামী লীগ কিংবা সহযোগী সংগঠনগুলোর কোনো পদে নেই, নেই কোনো রাজনৈতিক সম্পৃক্ততা। তারপরও নৌকার টিকিটে হতে চান সংসদ সদস্য। পাঁচটি আসনের মধ্যে উপনির্বাচনে লড়তে সবচে বেশি মনোনয়ন ফরম তুলেছেন ঢাকা ১৮ আসনের প্রার্থীরা। তৃণমূল প্রার্থীদের কাছে বিষয়টি বিব্রতকর হলেও দল বলছে, মনোনয়ন ফরম উন্মুক্ত থাকলেও প্রার্থিতা চূড়ান্ত হবে দলীয় মানদণ্ডেই।
গেলো কয়মাসে আওয়ামী লীগের পাঁচজন সংসদ সদস্যের মৃত্যুতে পাঁচটি আসন শূণ্য ঘোষণা করে নির্বাচন কমিশন। আসনগুলোতে লড়তে নওগাঁ-৬ এ ৩৪, সিরাজগঞ্জ-১ আসনে ৩, পাবনা-৪ এ ২৮, ঢাকা-৫ এ ২০ ও ঢাকা-১৮ আসনে ৫৬ জন প্রার্থী দলীয় মনোনয়ন ফরম সংগ্রহ করেছেন। সবচেয়ে কম সিরাজঞ্জ-১ আসনে আর বেশি ঢাকা-১৮ তে।