চিনা আগ্রাসন রুখে দক্ষিণ প্যাংগংয়ে ভারতীয় দখল! জানুন কীভাবে
প্রকাশিত: ০১ সেপ্টেম্বর ২০২০, ১৮:৩৭
আগ্রাসন দেখিয়েও পিছু হটতে বাধ্য হয়েছে চিনা সেনা। চিনা সেনার গতিবিধি আগাম আঁচ করে ফেলেই এলাকা দখল রুখতে সক্ষম হয়েছে ভারতীয় সেনা বাহিনী। এমনই দাবি এক জাতীয় সংবাদমাধ্যমের। সূত্রের খবর, প্যাংগং লেকের দক্ষিণে এক উঁচু এলাকায় আগেই দখল করে রেখেছিল ভারতীয় সেনা। এই ফলেই চিনের বিরুদ্ধে কৌশলগত সুবিধা পেয়ে যায় তারা। দক্ষিণ প্যাংগং আপাতত ভারতীয় দখলে বলে দাবি করা হয়েছে ওই সংবাদমাধ্যমের রিপোর্টে। চিনা আগ্রাসন রুখতেই কৌশলগত এই সিদ্ধান্ত বলে জানা গেছে ভারতীয় সেনা সূত্রে। প্রসঙ্গত, শনিবার রাতের ঘটনার পর গতকাল ও আজও দু'দেশের সেনা অফিসার পর্যায়ের বৈঠক হয়েছে।