আড়াইহাজারে এমপি বাবু’র বিরুদ্ধে ফেসবুকে ‘মানহানিকর’ পোস্ট, গ্রেপ্তার ১

মানবজমিন প্রকাশিত: ২৯ আগস্ট ২০২০, ০০:০০

নারায়ণগঞ্জ-২ আসন আড়াইহাজারের এমপি নজরুল ইসলাম বাবুর বিরুদ্ধে একটি ফেসবুক আইডি থেকে বিভিন্ন সময় ‘মানহানিকর ও কুরুচিপূর্ণ’ পোস্ট দেয়ার অভিযোগে কাউসার আহমেদ পলাশ (২৮)  নামে এক যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ। তিনি উপজেলার খাগকান্দা ইউনিয়নের ডোমারচর এলাকার জামানের ছেলে। শনিবার মামলায় তাকে গ্রেপ্তার দেখিয়ে নারায়ণগঞ্জের আদালতে পাঠানো হয়। এর আগে শুক্রবার বিকালে আড়াইহাজার পৌরসভা বাজার থেকে পুলিশ তাকে আটক করে বলে জানা গেছে। ওই দিন রাতেই নাহিদুল ইসলাম রাজু নামে এক ব্যক্তি বাদি হয়ে পাঁচজনের নাম উল্লেখ করাসহ অজ্ঞাত আরও ৭ থেকে ৮ ব্যক্তিকে আসামি করে তথ্য প্রযুক্তি (ডিজিটাল) নিরাপত্তা আইনে মামলাটি করেন। মামলার বাদি রাজু আড়াইহাজার সরকারি সফর আলী কলেজের বর্তমান ভিপি। আড়াইহাজার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নজরুল ইসলাম মামলার বিষয়টি নিশ্চত করেছেন। জানা গেছে, তথ্য প্রযুক্তি (ডিজিটাল) নিরাপত্তা আইনে করা এটি দ্বিতীয় মামলা। এর আগেও এমপি নজরুল ইসলাম বাবুকে উদ্দেশ্য করে ফেসবুকে মানহানিকর পোস্ট দেয়া হয়। সেসময়ে তার ভাগ্নে পরিচয়ে হারুন অর রশীদ নামে একব্যক্তি তথ্য প্রযুক্তি (ডিজিটাল) নিরাপত্তা আইনে একটি মামলা করেছিলেন।
সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন

সংবাদ সূত্র

News

The Largest News Aggregator
in Bengali Language

Email: [email protected]

Follow us