‘আর যা-ই আনি বা না আনি, মাস্ক সঙ্গে থাকবেই। একটা নয়, একাধিক। তোমাদের ভাবি অতিরিক্ত মাস্ক সঙ্গে দিয়ে দেয়।’ নতুন স্বাভাবিকে শুটিংয়ের অভিজ্ঞতা নিয়ে এভাবেই বলছিলেন অভিনেতা ফজলুর রহমান বাবু। একই সুর শাহনাজ খুশির কথায়, ‘সবার আগে আমার মাস্ক লাগে।’
এভাবেই বদলে গেছে শুটিং সেটে শিল্পী-কুশলীদের অগ্রাধিকার। মাস্ক হয়ে উঠেছে সবার নিত্যদিনের শুটিংসঙ্গী। মোশাররফ করিম বলেন, ‘এখন মাস্ক ছাড়া বাসার দরজা পেরোলেই মনে হয় কী যেন সঙ্গে নেই, কিছু একটা ফেলে এসেছি।’
নতুন এক অভিজ্ঞতার কথা শোনালেন অভিনেত্রী মৌসুমী হামিদ। কিছুদিন আগে মাস্ক ছাড়াই বাসা থেকে বেরিয়েছিলেন শুটিংয়ের জন্য। হঠাৎ বুঝতে পারেন সঙ্গে করে মাস্ক আনেননি। মাঝপথে গাড়ি থামিয়ে শতাধিক মাস্ক কিনে নেন। এরপর সেসব গাড়ি, বাড়ি, ভ্যানিটি ব্যাগ—সব জায়গায় আলাদা করে রেখে দেন।