প্রথম ইনিংসেই সফরকারী পাকিস্তানকে ব্যাকফুটে ঠেলে দিয়েছে ইংল্যান্ড। ৮ উইকেটে ৫৮৩ রানের বিশাল স্কোর গড়ার পর প্রতিপক্ষ এমনিতেই চাপে পড়ে যাওয়ার কথা। তারওপর, জেমস অ্যান্ডারসনের মত পেসার যদি বল হাতে জ্বলে ওঠেন, তাহলে তো কথাই নেই। সুতরাং, পাকিস্তানের সামনে এখন ইনিংস পরাজয়ের বিশাল শঙ্কা। প্রথম ইনিংসে ইংল্যান্ডের করা ৫৮৩ রানের জবাব দিতে নেমে পাকিস্তান অলআউট হয়ে গেলো ২৭৩ রানে।