ইংল্যান্ডের ৩১০ রান পেছনে থেকে ২৭৩ রানে শেষ হলো পাকিস্তানের প্রথম ইনিংস। কিন্তু পাকিস্তান অধিনায়ক আজহার আলী তবু তার ব্যাটখানা উঁচিয়ে মাঠ ছেড়ে গেলেন। মুখে একটু হাসিও ছিল। আজহার এমনটা করতেই পারেন। কারণ ইংল্যান্ডের বোলিংয়ের সামনে একাই বুক চিতিয়ে লড়াই করে গেছেন, ক্যারিয়ারের ১৭তম টেস্ট...