সিনহা অপ্রত্যাশিত ও অনাকাঙ্খিতভাবে চেকপোস্টে নিহত হন
প্রকাশিত: ১৭ আগস্ট ২০২০, ১৯:০০
সেনাবাহিনীর মেজর (অব.) সিনহা মোহাম্মদ রাশেদ খান কক্সবাজারে পুলিশের চেকপোস্টে অপ্রত্যাশিত, অনভিপ্রেত ও অনাকাঙ্খিতভাবে নিহত হন বলে 'বাংলাদেশ পুলিশ এসোসিয়েশনে'র বিবৃতিতে বলা হয়েছে।
সোমবার গণমাধ্যমে সংবাদ বিজ্ঞপ্তি আকারে ওই বিবৃতি পাঠানো হয়। এতে বলা হয়, কিছু কিছু স্বার্থান্বেষী মহল ওই ঘটনাটি নিয়ে বিভিন্ন অনাকাঙ্খিত বক্তব্য ও অনভিপ্রেত মন্তব্যের মাধ্যমে দুটি ঐতিহ্যবাহী ও ভ্রাতৃপ্রতিম বাহিনীকে মুখোমুখি দাঁড় করানোর অপপ্রয়াসে লিপ্ত রয়েছে।