অবশেষে মাঠের সবুজ গালিচায় তামিম এবং মোস্তাফিজ

দৈনিক আজাদী প্রকাশিত: ১৭ আগস্ট ২০২০, ০৭:৫২

.tdi_2_225.td-a-rec-img{text-align:left}.tdi_2_225.td-a-rec-img img{margin:0 auto 0 0} (adsbygoogle = window.adsbygoogle || []).push({});করোনার কারণে সেই মার্চের মধ্য থেকে বন্ধ ছিল সব খেলাধুলা। তখন সবে ঢাকা প্রিমিয়ার ক্রিকেট লিগ শুরু হয়েছিল। আর সে মার্চের শুরুর দিকেই বাংলাদেশ দলের ওয়ানডে অধিনায়ক তামিম ইকবাল এবং পেসার মোস্তাফিজুর রহমানকে সবশেষ মাঠে দেখা গিয়েছিল। ঢাকা প্রিমিয়ার লিগ ক্রিকেটের এবারের মৌসুমে দুজনই প্রাইম ব্যাংক ক্রিকেট ক্লাবের হয়ে প্রথম রাউন্ডের খেলায় মাঠে নেমেছিলেন। এরপর করোনার দাপটে দেশের ক্রিকেট অনির্দিষ্টকালের জন্য বন্ধ হয়ে গেলে প্রায় পাঁচ মাসেরও বেশি সময় ঘর বন্দি থাকতে হয়েছে ক্রিকেটারদের। অবশেষে সেই বন্দিদশা কাটিয়ে দুজনই ফিরেলেন অনুশীলনে। এ যেন বন্দী জীবন থেকে মুক্ত বাতাসে ফিরলেন বাংলাদেশ দলের দুই সেরা ক্রিকেটার। বিসিবি’র ব্যবস্থাপনায় ক্রিকেটারদের ব্যক্তিগত অনুশীলনের তৃতীয় ধাপ চলছে এখন। আর গতকাল রোববার মিরপুর শের-ই-বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে মহামারির সময়ে স্বাস্থ্যবিধি মেনে অনুশীলনে যোগ দিয়েছেন এই দুই টাইগার ক্রিকেটার। গতকাল দুজনই শুরু করেছেন ফিটনেস অনুশীলনের মধ্য দিয়ে। সূচি অনুযায়ী সকাল ১০ টা ১০ মিনিটে মোস্তাফিজুর রহমান করেছেন জিম। ২৫ মিনিট জিম সেশনে ঘাম ঝরিয়ে এরপর শের-ই-বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে ত্রিশ মিনিট পর্যন্ত করেছেন রানিং। বলতে গেলে করোনাকালে প্রথম মাঠে নেমে বেশ ভালই ঘাম ঝরিয়েছেন বাংলাদেশের কাটার মাস্টার। মোস্তাফিজুর রহমান যখন জিম সেশনে ব্যস্ত থেকেছেন ঠিক তখন মাঠে রানিং করেছেন তামিম ইকবাল। শের -ই-বাংলার সবুজ গালিচায় ২১ মিনিটের রানিং শেষে চলে গেছেন ইনডোরে ব্যাটিংয়ের উদ্দেশ্যে। সেখানে প্রায় ঘণ্টাব্যাপী চলেছে এই বাহাতি ব্যাটসম্যানের ব্যাটিং অনুশীলন। এরই মধ্যে তামিম চিকিৎসার জন্য ইংল্যান্ড গিয়েছিলেন। সেখান থেকে ফিরেই নেমে পড়লেন মাঠে। তামিম-মোস্তাফিজরা মাঠে নেমেছেন ব্যক্তিগত অনুশীলনের তৃতীয় ধাপে। এর আগে আরো দুই ধাপে অনুশীলন সেরেছেন অন্যরা। যার শুরুটা হয়েছিল মুশফিকুর রহিমকে দিয়ে। গতকাল তৃতীয় ধাপের প্রথম দিনের অনুশীলনেও ছিলেন মুশফিক-মাহমুদুল্লাহরা। সকাল সাড়ে আটটায় শের-ই-বাংলায় হাজির হন সৌম্য সরকার, মুশফিকুর রহিম ও মাহমুদুল্লাহ রিয়াদ। তিনজনেই প্রায় ঘণ্টাব্যাপী ব্যাটিং শেষে ঘাম ঝরিয়েছেন রানিং ও জিম সেশনে। মুশফিকুর রহিম অবশ্য কিপিং অনুশীলনও করেছেন।.tdi_3_563.td-a-rec-img{text-align:left}.tdi_3_563.td-a-rec-img img{margin:0 auto 0 0} (adsbygoogle = window.adsbygoogle || []).push({});
সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন
ঘটনা প্রবাহ

ট্রেন্ডিং

সংবাদ সূত্র

News

The Largest News Aggregator
in Bengali Language

Email: [email protected]

Follow us