নদীর ওপর সড়ক, তারপর খণ্ড খণ্ড পুকুর

প্রথম আলো প্রকাশিত: ১২ আগস্ট ২০২০, ১০:৪০

দেশ স্বাধীনের সময় মোহন্ত দাসের বয়স ছিল ১০ বছর। চাকিরপশার নদীতে তিনি বাবার সঙ্গে মাছ ধরতেন, গোসল করতেন। নদীপাড়েই দিনের বেশির ভাগ সময় কাটত তাঁর। তখন নদী ছিল খরস্রোতা ও গভীর। আশির দশকে সেই নদীর ওপর আড়াআড়ি সড়ক দিয়ে পানিপ্রবাহে বাধা দেওয়া হলো। তারপর নদীর বড় অংশে খণ্ড খণ্ড পুকুর বানিয়ে শুরু হলো নদী দখলের প্রতিযোগিতা।

এখানেই শেষ নয়, নদীটিকে জলমহাল হিসেবে ইজারা দেওয়া হলে নদীর সঙ্গে নদীপারের মানুষের ওপরও নির্যাতন বেড়ে গেল। একপর্যায়ে মোহন্ত দাসদের স্মৃতিময় নদীতে নামাই নিষিদ্ধ হয়ে গেল।
সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন

সংবাদ সূত্র

News

The Largest News Aggregator
in Bengali Language

Email: [email protected]

Follow us