করোনা-সেসে মদ বিক্রি কমেছে ৬০%, রিপোর্ট

এইসময় (ভারত) প্রকাশিত: ০৮ আগস্ট ২০২০, ১১:৪২

দাম বাড়তেই মদে আসক্তি কমেছে সুরাপ্রমীদের। তাঁদের অনেকে একেবারে পান করা ছেড়ে দিয়েছেন কি না, তা বলা যাচ্ছে না। তবে পান করা যে কমিয়েছেন তা নিশ্চিত। অন্তত, তথ্য সেই প্রমাণই দিচ্ছে। মদের উপর যে সমস্ত রাজ্য ৫০ শতাংশের বেশি করোনা-সেস বসিয়েছে, মে ও জুন মাসে ওই রাজ্যগুলিতে গড়ে ৫৯ শতাংশ মদের বিক্রি কমেছে বলে এক রিপোর্টে জানিয়েছে ভারতে মদ উৎপাদনকারী সংস্থাগুলির অন্যতম সংংগঠন কনফেডারেশন অফ ইন্ডিয়ান অ্যালকহলিক বেভারেজ কোম্পানিজ (সিআইএবিসি)। দিল্লি, অন্ধ্রপ্রদেশ, ওডিশা, জম্মু ও কাশ্মীর এবং পুডুচেরী রাজস্ব সংগ্রহ বাড়াতে মদের উপর ৫০ শতাংশ বা তার বেশি কোভিড-সেস বসিয়েছে।
সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন
ট্রেন্ডিং

সংবাদ সূত্র

News

The Largest News Aggregator
in Bengali Language

Email: [email protected]

Follow us