হুন্দাই গাড়ির ঝাঁ-চকচকে শোরুম। আর সেই শো-রুমের বাইরেই সারাক্ষণ বসে থাকত সে। যেন পাহারা দিচ্ছে গোটা শোরুমটি। বহুবার তাকে তাড়িয়ে দেওয়ার চেষ্টাও হয়েছে। কিন্তু সে নিজের জায়গা থেকে এক পাও নড়েনি। ঠিক চলে আসত শোরুমের সামনে। এরপরই শোরুম কর্তৃপক্ষ অভূতপূর্ব একটি সিদ্ধান্ত নিল। চাকরির ব্যবস্থা করা হল সেই পথকুকুরটির।