জামালপুরে যমুনা নদীর পানি কমলেও বাড়ছে ব্রহ্মপুত্রের পানি। এতে বন্যা পরিস্থিতি দীর্ঘস্থায়ী রূপ নিতে যাচ্ছে বলে আশঙ্কা করছে স্থানীয় পানি উন্নয়ন বোর্ড। এদিকে দুর্ভোগ বেড়েই চলছে বানভাসীদের। তবে তাদের দুর্ভোগ কমাতে ত্রাণ বিতরন কার্যক্রম অব্যাহত রেখেছে জেলা প্রশাসন। জামালপুর পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী মোহাম্মদ আবু সাঈদ জানান, কয়েকদিন পানি কমলেও আবারো যমুনা নদীর পানি বাড়ার শঙ্কা রয়েছে। এছাড়া ব্রহ্মপুত্রের পানি বৃদ্ধি অব্যাহত রয়েছে। এতে বন্যা পরিস্থিতি দীর্ঘস্থায়ী রূপ নিতে পারে বলে আশঙ্কা করছেন তিনি।