গেল মাসের শেষ সপ্তাহে রংপুরের রেকর্ড ভাঙা বৃষ্টির রেশ এখনো কাটেনি। দেশের উত্তরের ওই জনপদের কয়েকটি এলাকায় পানি জমে আছে। নদীগুলোর পানিও ওঠানামা করছে। অসময়ের এই বন্যা ও জলাবদ্ধতায় অপ্রস্তুত এক বিড়ম্বনায় পড়েছে এই জনপদের মানুষ।
গত ২৬ সেপ্টেম্বরের ৪৪৭ মিলিমিটারের ওই বৃষ্টি কি রংপুরে একদমই নতুন ঘটনা, এখানে আগে কি এমন বৃষ্টি হয়নি—ইতিহাসের পাতায় এই প্রশ্নের উত্তর খুঁজতে গেলাম। পেলাম একবার না, একাধিকবার ব্রহ্মপুত্র ও তিস্তা অববাহিকায় ব্যাপক বৃষ্টি হয়েছে।