দুর্নীতির দায়ে মালয়েশিয়ার সাবেক প্রধানমন্ত্রী নাজিব রাজাকের জেল-জরিমানার সাজা হলেও এখনই তা কার্যকর হচ্ছে না। একটি আবেদনের ফয়সালা না হওয়া পর্যন্ত তার সাজা স্থগিত রেখেছেন বিচারক। মঙ্গলবার কুয়ালালামপুর হাইকোর্টের বিচারপতি মোহাম্মদ নাজলান ঘাজালি নাজিব রাজাকের দুর্নীতি সংক্রান্ত মামলার রায় দেন।
রায়ে তাকে ১২ বছর কারাদণ্ড এবং চার কোটি ৯০ লাখ ডলার জরিমানা করা হয়। তবে আবেদনের শুনানি এখনো বাকি রয়েছে বলে জানান বিচারক। নিষ্পত্তি না হওয়া পর্যন্ত এই শাস্তি কার্যকর হবে না। তাই আপাতত নাজিব জেলে যাচ্ছেন না।