‘উড়ে এসে জুড়ে বসা‘ নেতাদের বিষয়ে ব্যবস্থার দাবি আ.লীগে

জাগো নিউজ ২৪ প্রকাশিত: ২৭ জুলাই ২০২০, ০৮:২৭

প্রায় এক যুগ ধরে ক্ষমতাসীন আওয়ামী লীগ। এতো দীর্ঘ সময় ধরে ক্ষমতায় থাকার কারণে দলটির ছায়ায় পরিচিত হওয়ার চেষ্টা করছে সুযোগসন্ধানীরা। এ সুবিধাভোগীরা নিজেদের স্বার্থ হাসিলের কর্মকাণ্ডে দল হিসেবে আওয়ামী লীগ ও সরকারের ভাবমূর্তি প্রশ্নের মুখে ফেলছে। জি কে শামীম, শামীমা নূর পাপিয়া, ও সাহেদ করিমকাণ্ডের পর দলটির ভেতরে এমন সুবিধাভোগীদের বিষয়ে ব্যবস্থা নেয়ার দাবি উঠেছে।

রাজপথ থেকে রাজনীতি করে আসা নেতারা বলছেন, দলের অঙ্গ, সহযোগী ও ভ্রাতৃপ্রতিম সংগঠনে ছিলেন না, তবে মূল দলের বিভিন্ন পর্যায়ে পদ বাগিয়ে নিয়ে প্রতাপ দেখিয়ে চলেছেন—এমন ব্যক্তিদের বিষয়ে সাংগঠনিক ব্যবস্থা নেয়া দরকার। আওয়ামী লীগের ভ্যানগার্ড হিসেবে পরিচিত ছাত্রলীগের সাবেক নেতারা বলছেন, বঙ্গবন্ধুর আদর্শ ও শেখ হাসিনার নেতৃত্বে আওয়ামী লীগের গণমুখী চরিত্র ধরে রাখতেই অনুপ্রবেশকারী ও আদর্শের প্রশ্নে আপসকামীদের বিরুদ্ধে দলের ভেতরে শুদ্ধি অভিযান পরিচালনা করতে হবে।
সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন

ট্রেন্ডিং

সংবাদ সূত্র

News

The Largest News Aggregator
in Bengali Language

Email: [email protected]

Follow us