ক্রীড়া আপিল আদালত হতে ম্যানচেস্টার সিটি ফিন্যান্সিয়াল ফেয়ার প্লে’র (এফএফপি) নিয়ম লংঘনের দায় হতে অব্যাহতি পাওয়ার ঘটনার সমালোচনা করেছিলেন দুই বিখ্যাত কোচ হোসে মরিনহো এবং ইয়োর্গেন ক্লপ। এবার তাদের জবাব দিয়েছেন ম্যানসিটির কোচ পেপ গার্দিওয়ালা। আপিল আদালতের সিদ্ধান্ত ঘোষণা হওয়ার পর ক্লপ দিনটিকে ফুটবলের জন্য একটি খারাপ দিন হিসেবে অভিহিত করেছিলেন।