নেপালে ভারী বৃষ্টিপাত, বন্যা এবং ভূমিধসের ঘটনায় কমপক্ষে ২৩ জনের মৃত্যু হয়েছে। শনিবার স্থানীয় কর্মকর্তারা জানিয়েছেন, দেশটির পশ্চিমাঞ্চলের হাজার হাজার মানুষ বন্যা এবং ভূমিধসের কারণে ক্ষতিগ্রস্ত হয়েছে। খবর রয়টার্সের। নেপালের জেলা প্রশাসক জিয়ান নাথ ধাকাল জানিয়েছেন, শুক্রবার রাজধানী কাঠমান্ডু থেকে ২শ কিলোমিটার উত্তর-পশ্চিমের মায়াগদি জেলায় বহু বাড়ি-ঘর ধ্বংস হয়ে গেছে।
সেখানে নয়জনের মৃত্যু হয়েছে। এছাড়া আরও ৩০ জনের বেশি মানুষ এখনও নিখোঁজ রয়েছে। তিনি জানিয়েছেন, সেখানে মৃতের সংখ্যা আরও বাড়তে পারে। সেখানে নিখোঁজদের উদ্ধারে কাজ করে যাচ্ছেন উদ্ধারকর্মীরা। এদিকে কিজকি জেলায় আরও সাতজনের মৃত্যু হয়েছে বলে পর্যটন শহর পোখারার এক সরকারি কর্মকর্তা নিশ্চিত করেছেন।