ছোটবেলায় আব্বুর ব্যাগটা ছিল কৌতূহলের বস্তু। সন্ধ্যায় বাসায় ফিরতেই দৌড়ে গিয়ে ব্যাগটা হাতে নিতাম। মিনিট দশেক রীতিমতো চিরুনি অভিযান চালানোর পর তবেই নিস্তার। আহামরি কিছু পাওয়া যেত না। কখনো ধাঁধার বই, খবরের কাগজ, লম্বা কলম, বাদামের প্যাকেট, কখনো থাকত দাদুর দেওয়া বিশেষ কিছু। দাদু দিতেন আমসত্ত্ব, পুতুল বানানোর কাপড়, ছোট হাঁড়ি-পাতিল।স্কুল আর পড়াশোনার কারণে আমরা তখন যাত্রাবাড়ী থাকতাম।