আট বছরের চকোলেট রঙের ল্যাব্রাডর এরস। ছোট সেই কুকুর 'এরস' এখন কলোম্বিয়ার পাহাড়ি গ্রামের 'হিরো'। সে তার মুখে একটি ঝাঁপিতে তরকারি, ফল নিয়ে বাড়ি বাড়ি ডেলিভার করে আসে। তার চিন্তা সামাজিক দূরত্ব নিয়ে। তাই কাউকে বের হতে দেয় না।