স্যুপে লেমন গ্রাসের ঘ্রাণ না আসলে মনে হয় স্যুপ ঠিকমতো রান্নাই হয়নি। চায়ের সঙ্গেও অতুলণীয় এটি। এই লেমন গ্রাস খেতে যেমন ঘ্রাণে সেরা। তেমনি এটি গুণে মানেও। শরীরের জন্যে ভীষণ উপকারী এটি। জেনে নিন লেমন গ্রাসের উপকারিতা। ১. জ্বর সারাতে হলে স্যুপের সঙ্গে খেতে পারেন লেমন গ্রাস। ২. সর্দি কাশি ভালো করতে সাধারণ চায়ের সঙ্গে মিশিয়ে নিন ও আদা দিয়ে ভালোভাবে সেদ্ধ করে পান করুন।
৩. বিষন্নতা কাটাতেও রয়েছে লেমন গ্রাসের ভূমিকা। ৪. উচ্চ রক্তচাপ কমাতে ম্যাজিকের মতন কাজ করে এটি। ৫. এটি রক্তের কোলস্টেরলের মাত্রা কমায়। ৬. এটি দেহের বিষাক্ত পদার্থগুলো বের করে দিতে সাহায্য করে রক্ত পরিস্কার করে। ৭. কিডনি, পিত্তথলী, লিভার ও ব্লাডারের সুস্থতার জন্যেও এটা দারুণ উপকারী।