You have reached your daily news limit

Please log in to continue


সংসদে অর্থ বিল পাস

বড় ধরনের কোনো পরিবর্তন ছাড়াই জাতীয় সংসদে অর্থবিল-২০২০ পাস করা হয়েছে। আজ সোমবার (২৯ জুন) একাদশ জাতীয় সংসদের অষ্টম (বাজেট) অধিবেশনে অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামাল বিলটি পাসের প্রস্তাব করেন। স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরী অর্থবিল-২০২০ জাতীয় সংসদে পাসের জন্য ভোটে দিলে তা কণ্ঠভোটে পাস হয়।বিলটি গত ১১ জুন উত্থাপন করা হয়। অর্থবিল পাসের মধ্য দিয়ে নতুন বাজেটের কর প্রস্তাবগুলো কার্যকর হবে। আগামীকাল মঙ্গলবার (৩০ জুন) পাস হবে নতুন অর্থবছরের (২০২০-২১) বাজেট। এটি কার্যকর হবে ১ জুলাই থেকে।এর আগে জাতীয় সংসদের সরকারি ও বিরোধী দলীয় সদস্যরা অর্থবিলের বিভিন্ন অংশের সংশোধনী প্রস্তাব এনে বক্তব্য রাখেন। সংসদ সদস্য পীর ফজলুর রহমান, কাজী ফিরোজ রশিদ, মুজিবুল হক, আবুল হাছান মাহমুদ আলী, আলী আশরাফ, মশিউর রহমান রাঙার অর্থবিলের ওপর আনা কয়েকটি সংশোধনী প্রস্তাব অর্থমন্ত্রী গ্রহণ করেন। পরবর্তীতে এগুলো ভোটে দিলে তাও কণ্ঠভোটে পাস হয়। তবে এসব সংশোধনীতে অর্থ আদায় বা অন্য কোনো খাতে কোনো পরিবর্তন হবে না।সংসদের বৈঠক আগামীকাল বেলা ১১টা পর্যন্ত মুলতবি:সংসদের বৈঠক আগামীকাল মঙ্গলবার (৩০ জুন) বেলা ১১টা পর্যন্ত মুলতবি ঘোষণা করা হয়েছে।স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরী এ মুলতবি ঘোষণা করেন। আগামীকাল ২০২০-২০২১ অর্থ বছরের জন্য ৫ লাখ ৬৮ হাজার কোটি টাকার বাজেট পাস হবে। এটি হবে আওয়ামী লীগ সরকারের ২০তম বাজেট। করোনা মোকাবিলা করে অর্থনীতিতে ঘুরে দাড়ানোর জন্য এই বাজেট। অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামাল আজ বাজেট বক্তব্যের শেষে অর্থমন্ত্রী বলেছেন, মাননীয় স্পিকার, গত ১১ জুন এই মহান জাতীয় সংসদে আমরা বাজেট ২০২০-২০২১ উপস্থাপন করেছি, এর মাত্র সাতদিনের মাথায় গত ১৮ জুন ২০২০ তারিখে এশীয় উন্নয়ন ব্যাংক আগামী অর্থবছরের জন্য বাংলাদেশের জিডিপিতে প্রবৃদ্ধি প্রক্ষেপণ করেছে ৭.৫ শতাংশ যা আমাদের লক্ষ্যমাত্রা ৮.২ শতাংশের একেবারে কাছাকাছি।
সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন