সোশ্যাল মিডিয়াকে টা টা

এনটিভি প্রকাশিত: ২৩ জুন ২০২০, ১৪:৫৫

কদিন আগে নিজের টুইটার অ্যাকাউন্ট সাময়িকভাবে নিষ্ক্রিয় করেন বলিউড ডিভা সোনাক্ষি সিনহা। সোশ্যাল মিডিয়ায় সমালোচনা, আক্রমণ ও পীড়ন থেকে দূরে থাকতেই তিনি এই পদক্ষেপ নেন। এবার সোশ্যাল মিডিয়া থেকে নিজে গুটিয়ে নিলেন জনপ্রিয় সংগীতশিল্পী নেহা কক্কর। বলিউডে স্বজনপোষণ নিয়ে তর্ক-বিতর্ক বহু দিন ধরে চলে আসছে।

তারকা অভিনেত্রী কঙ্গনা রনৌত বরাবরই নির্মাতা-প্রযোজক করণ জোহর ও তাঁর ধর্ম প্রডাকশন নিয়ে নানা মন্তব্য করেছেন। স্বজনপ্রীতির বিরুদ্ধে রুখে দাঁড়িয়েছেন তিনি। সম্প্রতি সুশান্ত সিং রাজপুতের আত্মহত্যার পর সেই বিতর্ক ফের তুঙ্গে।

ভারতের বিনোদনভিত্তিক সংবাদমাধ্যম বলিউড বাবলের প্রতিবেদনে এ তথ্য উঠে এসেছে। তবে ফিরে আসার কথাও জানিয়েছেন। তাঁর আশা, তত দিনে মানুষ আরো উদার চিত্তের হবে, মানুষকে বিচার করা থেকে বিরত থাকবে। দ্বেষমুক্ত সুন্দর পৃথিবীর প্রত্যাশা নেহার। স্বাধীনতা, ভালোবাসা, পারস্পরিক সম্মানের প্রতীক্ষায় এ শিল্পী। এমন পৃথিবী চান, যেখানে স্বজনপোষণ, হিংসা, খুন, আত্মহত্যা, খারাপ মানুষ থাকবে না। সোশ্যাল মিডিয়াকে বিদায় জানানোর সময় এ-ও বলে যান, ‘চিন্তা কোরো না, আমি মরছি না।’
সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন

সংবাদ সূত্র

News

The Largest News Aggregator
in Bengali Language

Email: [email protected]

Follow us