পরিবহন ও যোগাযোগ খাতে ৬৪ হাজার ৫৮০ কোটি টাকা বরাদ্দ
প্রকাশিত: ১২ জুন ২০২০, ০৮:০৩
উন্নয়ন বাজেটের সর্বোচ্চ ২৫ দশমিক ২ শতাংশ বরাদ্দ পাচ্ছে পরিবহন ও যোগাযোগ খাত। এ খাতে মোট বাজেটের ১১ দশমিক ২ শতাংশ বরাদ্দের প্রস্তাব করা হয়েছে। আর্থিক হিসাবে এ খাতে প্রস্তাবিত বরাদ্দের পরিমাণ ৬৪ হাজার ৫৮০ কোটি টাকা। ৬টি মন্ত্রণালয় ও বিভাগকে এ বরাদ্দ দেওয়ার প্রস্তাব করা হয়েছে। এগুলো হচ্ছে সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগ, রেলপথ মন্ত্রণালয়, নৌ-পরিবহন মন্ত্রণালয়, বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়, ডাক ও টেলিযোগাযোগ বিভাগ এবং সেতু বিভাগ।