বাজেটে দুর্নীতিকে প্রশ্রয় দেয়া হয়েছে: খসরু

পূর্ব পশ্চিম প্রকাশিত: ১১ জুন ২০২০, ২০:২৬

২০২০-২১ অর্থবছরের প্রস্তাবিত বাজেটে কালো টাকা সাদা করার সুযোগ থাকায় সরকার দুর্নীতিকে প্রশ্রয় দিচ্ছে বলে মন্তব্য করেছেন সাবেক বাণিজ্যমন্ত্রী ও বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমীর খসরু মাহমুদ চৌধুরী। বৃহস্পতিবার (১১ জুন) বিকেলে জাতীয় সংসদে অর্থমন্ত্রীর বাজেট প্রস্তাবের পর এক ভিডিওবার্তার মাধ্যমে পাঠানো বাজেট-প্রতিক্রিয়ায় তিনি এ মন্তব্য করেন। যদিও বিএনপি আনুষ্ঠানিকভাবে শুক্রবার বিকালে বাজেট নিয়ে প্রতিক্রিয়া জানাবে।

আমীর খসরু মাহমুদ চৌধুরী বলেন, এখন দেশের মানুষের স্বাস্থ্য, সামাজিক নিরাপত্তা খাত অগ্রাধিকার পাওয়ার কথা। এবারের বাজেটে জীবন-জীবিকা ও মানবতার বিষয়টি একেবারেই উপেক্ষিত হয়েছে।

তিনি বলেন, জিডিপি ও রাজস্ব আহরণে যে প্রবৃদ্ধির লক্ষমাত্রা নির্ধারণ করা হয়েছে, তা দৃশ্যমানভাবেই প্রতারণার শামিল। বাজেটের বড় অংশ মেগা প্রজেক্টগুলোকে দেওয়া হয়েছে বলে অভিযোগ করে সাবেক এই বাণিজ্যমন্ত্রী বলেন, যেগুলো এরইমধ্যে প্রশ্নবিদ্ধ এবং চাইলেই এগুলো উপেক্ষা করা যেতো।

তিনি মনে করেন, অগ্রাধিকার ভিত্তিতে এসব প্রকল্পকে বাজেটে আনার প্রয়োজন ছিল না। দুর্নীতির যে ধারা চলমান আছে, সেটাকে আরও অব্যাহত রাখাই এর কারণ বলেও উল্লেখ করেন তিনি। আমীর খসরু আরও বলেন, কালো টাকা সাদা করার যে সুযোগ বাজেটে দেওয়া হয়েছে, তাও দুর্নীতিকে চলমান রাখার একটা প্রয়াস বলে আমি মনে করি।
সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন
ঘটনা প্রবাহ

চার বিলে রাষ্ট্রপতির সই

বিডি নিউজ ২৪ | জাতীয় সংসদ ভবন
৩ বছর, ৪ মাস আগে

সংবাদ সূত্র

News

The Largest News Aggregator
in Bengali Language

Email: [email protected]

Follow us