মূত্রাশয় থেকে অস্ত্রোপচারে বের হল চার্জারের ক্যাবল

ডেইলি বাংলাদেশ প্রকাশিত: ০৭ জুন ২০২০, ১২:০৪

ভারতের আসামের একটি হাসপাতালে অস্ত্রোপচার করে এক যুবকের মূত্রাশয় থেকে ফোনের চার্জারের ক্যাবল পাওয়া গেছে। চিকিৎসক জানান, ওই চার্জারের ক্যাবল দিয়ে হস্তমৈথুন করতে গিয়েই এমন ঘটনা ঘটিয়েছেন ওই যুবক। মূত্রনালী দিয়েই ওই চার্জারের ক্যাবল যুবক মূত্রাশয়ে প্রবেশ করিয়েছিলেন।

মিরর’র একটি প্রতিবেদন থেকে জানা গেছে, ২৫ বছরের ক্যারিয়ারে এমন অভিজ্ঞতার সম্মুখীন আগে কখনও হননি সার্জন ওয়ালি ইসলাম। রোগীর দাবি, চার্জারের ক্যাবল গিলে ফেলেছিলেন। কিন্তু, অভিজ্ঞ সার্জনের চোখে ফাঁকি দিতে পারেননি। যুবক যে মিথ্যে বলছেন, তা ধরতে এক সেকেন্ডও সময় লাগেনি ওই চিকিৎ‌সকের। 

ঘটনার পাঁচদিন পর তলপেটে ব্যথা নিয়ে আসাম হাসপাতালে আসেন ওই যুবক। তিনি চিকিৎ‌সককে জানান দুর্ঘটনাবশত চার্জারের ক্যাবলটি গিলে ফেলেছেন। তার জন্য পেটে ব্যথা হচ্ছে। মল পরীক্ষা করার পরে, অস্ত্রোপচারের আগে একটি অ্যান্ডোস্কোপিও করানো হয়েছিল। কিন্তু, অস্ত্রোপচারের সময় গ্যাস্ট্রোইনটেস্টাইনাল ট্র্যাক্টে কিছু না পেয়ে, একটু অবাক হন তিনি। এক্স-রে করার সিদ্ধান্তনেন। এক্স-রের সেই ছবিতেই ধরা পড়ে মূত্রাশয়ে আটকে থাকা চার্জারের ক্যাবল।
সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন

সংবাদ সূত্র

News

The Largest News Aggregator
in Bengali Language

Email: [email protected]

Follow us